chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঘুচাপ : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ভারি বৃষ্টি আশঙ্কা

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (খুলনা, সাতক্ষীরা ও যশোর) স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাব বিরাজমান থাকায় দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

এছাড়া ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা সেইসঙ্গে চট্টগ্রামসহ চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবারও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো জায়গায় অতিভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি টেকনাফে ১৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ১৯০, চট্টগামে ১২৯, মংলা ১২৩, কক্সবাজারে ১১৯, খেপুপাড়ায় ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর