chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘যারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের জন্য অস্ট্রেলিয়া সিরিজ বিরাট সুযোগ’

খেলা ডেস্ক: দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টাইগাররা। সাথে থাকছেন না লিটন দাসও।

এটা কতটা ঘাটতি? এ শূন্যতা কি পূরণ করা সম্ভব? প্রধান নির্বাচক হিসেবে তামিম, মুশফিক ও লিটনের না থাকাটা কিভাবে দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু?

বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইনজুরির সাথে তো আর কিছু করার নেই। এর সাথে কিছু পারিবারিক কারণও আছে। আমরা সামাজিক জীব। আমাদের সবার কমবেশি পারিবারিক দায়বদ্ধতাও থাকে। সবকিছু মানিয়ে চলতে হবে ‘

নান্নু বলেন, ‘সবসময় সবকিছু আয়ত্ত্বের ভেতর রাখা যায় না। যেহেতু এটা হয়ে গেছে। কিছু করার নেই। তবে জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসেছে দল। সেই দলের বেশ কজন ক্রিকেটারই আছে টি-টোয়েন্টি দলে। তাই ছেলেরা আত্মবিশ্বাসীই থাকবে।’

যারা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পারফর্ম করতে পারবে, জায়গাটা লুফে নিতে পারবে, নিশ্চিতই তাদের জন্য দারুণ সুযোগ। তাই তরুণদের দিকে তাকিয়ে আছেন নান্নু।

তিনি বলেন, ‘এখানে যারা সুযোগ পাবে, তাদের জন্য বিরাট প্ল্যাটফর্ম। নিজেদের মেলে ধরার বড় সুযোগ। যে যেখানে সুযোগ পাক না কেন, তা কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ।’

‘আমি মনে করি অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা তেমন এক অপরচ্যুনিটি সবার জন্য। যারা নিজেদের দলে প্রতিষ্ঠিত করতে চায়, যাদের প্রতিষ্ঠিত হওয়া দরকার, তাদের জন্য এ এক বিরাট সুযোগ।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর