chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘৫ আগস্টের পর দেশে লকডাউন থাকবে না’

ডেস্ক নিউজ: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে এরপর থেকে দেশে লকডাউন বাড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান লকডাউন আর বাড়ানো হবে না। ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে লকডাউনের পক্ষে নই। কেবল লকডাউন দিয়েই করোনা সংক্রমণ রোধ করা সম্ভব নয়। এটা (লকডাউন) সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ ৭০ ভাগ নিরাপদ থাকবে।

করোনা প্রতিরোধে দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতাসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর