chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে র্যাপিড অ্যান্টিজেন কিটের সংকট, পরীক্ষা হবে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলায় হঠাৎ করে করোনা নমুনা পরীক্ষার র‌্যাপিড অ্যান্টিজেন কিটের সংকট দেখা দিয়েছে।

সোমবার (২৬ জুলাই) ৮৪ জন থেকে নমুনা সংগ্রহ করে ২টি কিট থাকার কারণে ২ জনের নমুনা পরীক্ষার পর পজিটিভ পাওয়া যায়। বাকি ৮২ জনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী।

জানা যায়, গত ৩০ জুন থেকে র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। হঠাৎ করে র্যাপিড অ্যান্টিজেন কিটের সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। যে রিপোর্ট দুপুরে পাওয়া যেত, এখন সে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ৩দিন।

অথচ চন্দনাইশে হঠাৎ করে শনাক্তের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। যারা শনাক্ত হওয়ার সাথে সাথে হোম কোয়ারেন্টাইনে চলে যেতেন, তারা আরো ৩ দিন পর রিপোর্ট পেয়ে কোয়ারেন্টাইনে যাবেন। চন্দনাইশে র্যাপিড অ্যান্টিজেন কিটের জরুরিভাবে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএএস/এমআই