chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় স্পেনের রাজকুমারীর মৃত্যু

করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল। মারিয়ার বয়স হয়েছিল ৮৬ বছর।

ফেসবুকে মারিয়া টেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ।

তিনি জানান, মারিয়া টেরেসার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন।

গত কয়েক মাসে স্পেনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত ৭৩ হাজার মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ছয় হাজার মানুষ।