chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পোলাও পেনাংয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে সমবেত হওয়ার অপরাধে ২৫ বাংলাদেশিকে ৫ হাজার রিঙ্গিত জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দিয়েছেন আদালত।

সরকারের কঠোর অবস্থানের মধ্যে ঈদের দিন তাদেরকে আটকের পর আদালতে তোলা হলে সবাই দোষ স্বীকার করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পোলাও পেনাংয়ের বাতু মোয়াং, তামান দেসা মুতিয়ারা ইন্দাহ’তে স্থানীয় সময় রাত ৯টায় ওই বাংলাদেশিরা একটি বাসায় সমবেত হয়। আটকরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বয়স ২৩ থেকে ৪১ বছরের মধ্যে।

আটকদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ আইনের ১০ (১) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৪ জনের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ আনা হয়েছে।

আদালতের রায় অনুযায়ী ৫ হাজার রিঙ্গিত জরিমানা না দিলে ওই ২১ জনকে দুই মাসের জন্য কারাগারে যেতে হবে।

পেনাং এ স্বাস্থ্যবিধি ভেঙে ২ শতাধিক বাংলাদেশির নামাজ আদায়ের ঘটনার পর আবারো আইন ভেঙে আলোচনায় বাংলাদেশিরা। এদিকে আজও দেশটিতে রেকর্ড ১৫ হাজার ৫৭৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন আর মারা গেছেন ১৪৪ জন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর