chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে হেফাজতের সাবেক নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজত ইসলামের সাবেক নেতা আসাদুল্লাহ আসাদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২১ জুলাই) সকালে চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. রকিবুল হাসান।

গ্রেফতার আসাদুল্লাহ আসাদ হাটহাজারী উপজেলার মুন্সির বাড়ি এলাকার ইউনুছ খলিফার ছেলে।

তিনি হেফাজতের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, গত ২৬ ও ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন চলাকালে হাটহাজারী এলাকায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এরপর থেকেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ফকিরা এলাকায় অভিযান চালিয়ে আসাদুল্লাহ আসাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসাদ স্বীকার করেছেন, তিনি হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পরে সংঘটিত সহিংসতা ও নাশকতা সৃষ্টির পৃষ্ঠপোষক।

আসাদুল্লাহর বিরুদ্ধে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অন্যান্য ধারায় দুইটি মামলা রয়েছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর