chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্যায় চীনে ১২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: চীনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

টানা কয়েক দিনের বৃষ্টিতে হেনান ও ঝেংঝু প্রদেশের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বন্ধ রয়েছে আন্তঃফ্লাইট যোগাযোগ। বেশ কয়েকটি বাঁধ ভেঙে পড়েছে।

হেনান প্রদেশ, যেখানে ৯৪ মিলিয়ন লোকের বসবাস, সেখানে বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এদিকে, বন্যা প্রতিরোধ ও ত্রাণ তৎপরতা জোরদারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি বলেন, এখন বন্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই বিভিন্ন পর্যায়ের সরকারকে স্থানীয় জনগণের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। নিজস্ব উপায়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তত্পরতা ও উদ্ধার কাজ পরিচালনা করতে হবে। সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে।

এই বিভাগের আরও খবর