chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পদ্মায় বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই ট্রলার ডুবি

ডেস্ক নিউজ: পদ্মা নদীতে কোরবানির গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ডহরী গুদারাঘাট সংলগ্ন পদ্মার শাখা বাল্কহেডের (এম বি মোল্লা-১) ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

আজ শুক্রবার (১৬ জুলাই) বেলা ১ টা’র দিকে ডুবে যাওয়া ট্রলারটিতে ৩০ টি গরু ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ট্রলারটি সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটি কোরবানির হাটের দিকে যাচ্ছিলো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ডহরী গুদারাঘাট সংলগ্ন পদ্মার শাখা বাল্কহেডের (এম বি মোল্লা-১) ধাক্কা লাগলে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটি থেকে স্থানীয়রা জীবিত অবস্থায় ২৪টি গরু তীরে উঠাতে সক্ষম হলেও আরো বেশ কয়েকটি গরু নিখোঁজ রয়েছে। গরুবাহী ট্রলারটি এবং নিখোঁজ গরুগুলো উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ।

ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিসের কর্মীদের খরে দেওয়া হয়েছে জানিয়ে মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, এ ঘটনায় একটি গরু মারা গেছে। তাছাড়া এখনো ৫টি গরু নিখোঁজ রয়েছে।

অন্যদিকে ট্রলারের মাঝিসহ ৩ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি ডুবে যাওয়া ট্রলার থেকে এখন পর্যন্ত মোট ২৪ টি গরু জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর