chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে সড়কের বেহাল দশা, এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৮ ও ৯ নং ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ মহাজন ঘাটা, দারোগা বাজার থেকে তীর্থস্থান চিন্তাহারী সাধনপীঠ, ফরেষ্ট অফিস রোড, আদর্শ গ্রাম ও অদ্বৈতানন্দ শান্তিধামের আঞ্চলিক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার এ নিয়ে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের সচেতন জনসাধারণের উপস্থিতিতে সড়কটি সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকার ভুক্তভোগী নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সবাই রঙিন ফেস্টুন হাতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সারিবদ্ধভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২০০২ সালে বাঁশখালী পৌরসভা গঠিত হলেও বর্তমান সরকারের আর্শীবাদপুষ্ট দুইজন মেয়রের আমলেও হয়নি আশানুরূপ কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে কাঁচা/মাটির রাস্তায় চলাচলে জন ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

মানববন্ধনের সূর্যসেন পাঠাগারের উপদেষ্টা শিক্ষক অমৃত কারণ বলেন, মেয়র আসে মেয়র যায়, উন্নয়নের ভিত্তিহীন আশ্বাসও ভোটের আগে সাধারণ মানুষ বারবার পায়; কিন্তু কাগজে-কলমের বরাদ্দ আর বাস্তবে রূপ পায় না। এখানকার জনপ্রতিনিধিরা জনগণের প্রতি দায়বদ্ধ নয়, তারা শুধু দলীয় হাইকমান্ডদের মন রাখতেই তৎপর।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর