chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে আছি: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি শুরুর দেড় বছর পার হয়ে গেলেও ভাইরাসটি থেকে নিস্তার পাচ্ছে না বিশ্ববাসী। উল্টো দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রাণঘাতী ভাইরাসটি

এদিকে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বুধবার ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাব আমরা বর্তমানে করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’

তার মতে, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে।

গ্যাব্রিয়েসুসের মতে, ভাইরাসটি বিকশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রামক ধরনগুলো তৈরি হচ্ছে।

তিনি জানান, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ১১১টির বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি, এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না তা ইতোমধ্যেই হয়ে গিয়ে থাকে।’

করোনার এই ভয়াবহতা ঠেকাতে ভ্যাকসিনের বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছেন তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর