chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি না মানলে চরম মূল্য দিতে হবে: মেয়র 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই পশু বেচা-কেনা চলবে।

তিনি বলেন, চলমান করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতির করণে কোরবানীর পশুর বাজারে প্রশাসন ও চসিকের সর্বাত্মক সর্তক নজরদারী রয়েছে।

‘তাই কোন বিচ্যুতি বা নিয়মনীতি পালনে ব্যত্যয় ঘটলে বাজার কর্তৃপক্ষকে চরম মূল্য দিতে হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।’

আজ বুধবার বিকেলে নগরীর সল্টগোলা ক্রসিংয়ে কোরবানীর পশুর হাট উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুপ প্রভাবে পরিস্থিতি ক্রমঅবনতি শীল। সাধারণ মানুষের জীবন ও জীকিবার কথা বিবেচনা করে সরকার লক ডাউন শীতিল করলেও তা কোন অবস্থায় অবহেলা করা যাবে না।

পশুরহাট উদ্বোধনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, মো. আবদুল মান্নন, মো. মোরশেদ আলী, ইজারাদার আবু ছালে জুয়েল।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর