chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না: নওফেল

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ বুধবার (১৪ জুলাই) নগরের পাঠানটুলীতে দ্বীন মোহাম্মদ কনভেনশন হলে নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদের পক্ষ থেকে কর্মহীন ৭০০ মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করে কোটির বেশি ভ্যাকসিন সংগ্রহ করে ফেলেছেন।

‘কারণ তিনি জানেন, ঘরের কর্মক্ষম লোকটা যদি মারা যায় তাহলে সেই পরিবার সারাজীবনের জন্য বেকার হয়ে যায়। যিনি বাইরে যান কাজ করতে, তিনি যদি করোনা হয়ে মারা যান তাহলে আর রক্ষা নেই। এ জন্য তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করছেন।’

তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আজহার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। তাই বলে আপনারা যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় আমরা করোনা মোকাবেলা করতে পারব না।

‘আমরা-আপনারা যদি সচেতন না হই, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে করোনাকে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না।’

করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে ভ্যাকসিন নেওয়ার এবং সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর