chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন চালু

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ফ্রি অনলাইন করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি অনলাইন করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দীন।

সীতাকুণ্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন চালু
সীতাকুণ্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের উদ্যোগে গৃহীত বাড়ি বাড়ি গিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের এ কার্যক্রমকে উপস্থিত সবাই সাধুবাদ জানায়।

ছাত্রলীগ বাঁশবাড়ীয়া ইউনিটের ১৮ জন ভলেন্টিয়ার এ কার্যক্রমে সহায়তা প্রদান করছে।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের পরপরই প্রথম সারিতে বাংলাদেশে এ ভ্যাকসিনের প্রয়োগ কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী অফিসার বাড়ি বাড়ি গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ছাত্রলীগের ভলেন্টিয়ার ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এর সফলতা কামনা করেন ।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর