chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডুবন্ত জাহাজে ধাক্কা, ফের জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমজেড শিপিং লাইন পরিচালিত ‘এম.ভি হ্যাং গ্যাং-১’ নামে পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছে জাহাজটি ডুবে যায়। জাহাজে পদ্মা সেতুর মালামাল রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, মঙ্গলবার সকালে ডুবন্ত অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী জাহাজটি ডুবতে থাকে। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান।

তিনি আরও বলেন, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য মালামাল নেয়া হচ্ছিল। এর আগে দুর্ঘটনাস্থলে গত শনিবার (১০ জুলাই) এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়।

এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লাল বয়া স্থাপন করেছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর