chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে ২ ফিশিংবোট মালিককে জরিমানা, ৭৫ মণ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের বাঁশখালী উপকূলীয় এলাকার ছনুয়া, শেখেরখীল বড়ঘোনা খাটখালী ও কুতুবদিয়া চ্যানেলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগীতায় মোবাইল কোর্টের অভিযান পরিলিত হয়েছে।

গত সোমবার (১২ জুলাই) বিকালে মৎস্য আহরণকালে দু’টি ট্রলার থেকে ৭৫ মণ মৎস্য জব্দ করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় কুতুবদিয়ার দুই ফিশিং বোট মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত ৭৫ মণ মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ২ লাখ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসয়ম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিয়া সহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ করার দায়ে দু’টি মাছ বোঝাই ট্রলার থেকে ৭৫ মণ মাছ জব্দ করে নিলামের মাধ্যমে ২ লাখ টাকা সরকারী কোষাগারে জমা ও প্রত্যেক ট্রলারকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর