chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসি আমার বন্ধু এবং ভাই: নেইমার

খেলা ডেস্ক: মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন লিওনেল মেসি। দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। আর অন্যদিকে মেসির সাবেক বার্সা সতীর্থ নেইমারের দুচোখ বেয়ে ঝরেছে অশ্রু। কারণ দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি।

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনায় খেলেছেন নেইমার। এরপর হঠাৎ করেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে যোগ দেন নেইমার।

২০১৯ সালে ব্রাজিল নিজেদের মাটিতে যে কোপা আমেরিকা শিরোপা জিতেছিল, নেইমার সেই দলের অংশ ছিলেন না। কারণ, ইনজুরির কারণে তখন লম্বা সময় বাইরে থাকতে হয়েছিল নেইমারকে।

সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, ‘হার অবশ্যই আমাকে কষ্ট দিয়েছে, এটা অবশ্যই আমাকে কষ্ট দিয়েছে। এটা এমন একটি বিষয়, যেটাকে সঙ্গে করে জীবন অতিবাহিত করা শিখতে পারিনি। আমি যখন হেরে গেলাম, তখন দেখলাম, ইতিহাসে সবচেয়ে বড় এবং সেরা ফুটবলারটি আমাকে এসে আলিঙ্গনাবদ্ধ করেছেন। যার সঙ্গে আমি খেলেছিলামও।’

নেইমার যোগ করেন, ‘আমার বন্ধু এবং ভাই মেসি। আমি যখন দুঃখ ভারাক্রান্ত ছিলাম তখন তাকে বলেছিলাম, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। হেরে যাওয়ার কারণে আমি খুবই দুঃখ পেয়েছি। তবে এই লোকটি সত্যিই অসাধারণ।’

‘সে ফুটবলের জন্য যা করেছে, সে জন্য তার প্রতি আমার বিশাল শ্রদ্ধা রয়েছে এবং বিশেষ করে আমার জন্য। আমি হেরে যাওয়া ঘৃণা করি। তবে, তোমার (মেসি) শিরোপা উদযাপনও উপভোগ করেছি। ফুটবল তোমার এই অসাধারণ মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল এতদিন। কংগ্রাচুলেশন্স হারমানো (ব্রাদার)।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর