chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে একদিনে রেকর্ড ১৩৭৬৮ শনাক্ত, মৃত্যু দুই শতাধিক

ডেস্ক নিউজ: দেশে করোনা পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটি। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২০ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৪ জন। এ ছাড়া খুলনায় ৫৫, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ২৩, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ১৮ এবং ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর