chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সীমান্তবর্তী তুরস্কের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ তিন দেশের ১২ জন অভিবাসী মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ৩৮ জন অভিবাসীকে বহনকারী একটি বাস সীমান্তবর্তী তুরস্কের ভে প্রদেশের মুরাদিয়া পার হওয়ার সময় খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন লেগে যায়।

এতে ঘটনাস্থলে মারা যায় ১২ জন। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বাসের মালিককে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, অবৈধ পথে ইউরোপে প্রবেশে অভিবাসীদের প্রবেশের ট্রানজিট হিসেবে পাচারকারীরা তুরস্ককে ব্যবহার করে আসছে। তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় পৌঁছানোর আগে মূলত ইরানের স্থানীয় লোকজনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা নিয়মিতভাবে তুরস্কের সীমান্তে প্রবেশ করছে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর