chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোপা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

ডেস্ক নিউজ:লিওনেল মেসির হাতেই এলো স্বপ্নের ট্রপি। ডি মারিয়ার গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা

রদ্রিগো দি পলের পাস থেকে ম্যাচের ২১ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচ জয়ের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে কোপা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা।

১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালের কোপার সেই ফাইনালে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবার প্রতিশোধ নিল মেসিরা।

অন্যদিকে ১৯৯৩ পর প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জেতে আর্জেন্টিনা। সেই সঙ্গে আক্ষেপ ঘুচলো লিওনেল মেসিরও। তার শিরোপা-খড়ার অবসান হলো। ক্লাব পর্যায়ের সব কিছু জেতা মেসি এবার ট্রফি জিতলেন নিজ দেশ আর্জেন্টিনার হয়েও।

পুরো ম্যাচের সারসংক্ষেপ ওই একটি গোলই। আর ওই এক গোলে ঘুচলো দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ। তবে কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫ তম শিরোপা। শিরোপাসংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।

এই বিভাগের আরও খবর