chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনার তাণ্ডবে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিপর্যস্ত বিশ্ব। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

দ্য ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনা টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে।

জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ।

এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক্স স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। আর রাত ৯টা থেকে বন্ধ থাকবে গণপরিবহন।

চখ

এই বিভাগের আরও খবর