chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডুবন্ত বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে যাওয়া একটি বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ফুলতলা-১ নামে একটি জাহাজের তলা ফেটে যায়। এর পরপরে সিমেন্টের কাচা মাল বোঝায় জাহাজটি সাগরে ডুবে গেছে। 

আজ শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া নতুন চ্যানেলের পজিশন-৫ নামক স্থানে জাহাজ ডুবির ঘটনা ঘটে।
জাহাজে থাকা ১২ জন নাবিক নিরাপদে আল মুত্তাকিন নামে একটি জাহাজে ওঠে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়নের সচিব এন এ রনি।

তিনি বলেন, গেত ৬-৭ দিন আগে একটি বলগেট ডুবে যায়। ওই বলগেটের ডুবস্তস্থানে বিআইডব্লিউটিসির চ্যানেল মার্কিং দেওয়ার কথা। যাতে অন্য জাহাজ মার্কিং দেখে ওইস্থান দিয়ে না যায়। কিন্তু তারা সেটা করেনি। শনিবার সকালে চট্টগ্রাম থেকে সিমেন্টের কাচা মাল বোঝায় করে ঢাকায় যাচ্ছিলেন ফুলতলা-১ নামে একটি জাহাজ। ডুবন্ত বলগেটের সাথে ধাক্কা লাগছে জাহাজটির তলা ফুটু হয়ে যায়। এরপর জাহাজে পানি ঢুকে আস্তে আস্তে ডুবে যায়।

এন এ রনি বলেন, জাহাজে থাকা ১২ জন নাবিক আরেকটি জাহাজে ওঠে যায়।

এসএএস/নচ/চখ

এই বিভাগের আরও খবর