chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু: নওফেল

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র যা বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আজ বুধবার নগরীর জিইসি মোড়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

নওফেল বলেন, কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।

‘তাই সব ধর্ম ও দেশের মানুষের এ গোষ্ঠীকে নজরদারিতে রাখতে হবে, যাতে করে তারা কোনো ধরনের গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর