chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্যাংক লেনদেনের সময় বাড়লো

ডেস্ক নিউজ: ব্যাংকে লেনদেনের নতুন সময়সীমা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে লেনদেনের সময়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

আজ মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের রোধে সরকারি বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ জুন জারি করা ডিওএস সার্কুলার লেটারে কিছুটা পরিবর্তন এনে নতুন এ চিঠি দেওয়া হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও ১১ জুলাই রোববার ব্যাংক বন্ধ থাকবে। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, দেশে ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর