chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিধিনিষেধ মানতে সক্রিয় অভিযানে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : লকডাউনে কড়াকড়ির মধ্যেও সড়কে ব্যক্তিগত যান চলাচলের চাপ বেড়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ বের হচ্ছেন ঘর থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও অলি-গলিতে জটলা বেধে আড্ডা দিচ্ছেন শিশু-কিশোররা। জরিমানার পরও মাস্ক পরতে অনীহা সাধারণ মানুষের। ফলে সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে।

লকডাউনের পঞ্চম দিনের মাথায় সোমবার (৫ জুলাই) সরকারি বিধিনিষেধ মানতে নগরের টাইগারপাস এলাকায় সক্রিয় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট অভিযানে নেতৃত্ব দেন। ওই সময় সড়কে চলাচলকারী ব্যক্তিগত যানবাহন ও জনসাধারণকে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়।

এসময় যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এমনকি বিভিন্ন অজুহাতে বের হওয়া মানুষকে সর্তক করে দেন।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, সরকারি নির্দেশনা মানতে প্রথম দিন থেকেই জেলা প্রশাসনের অভিযান অ্যবাহত রয়েছে।

আজকের অভিযানে আমরা জরিমানা করিনি। ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। জনসমাগম কমাতে নগরের নগরের অলি-গলিতে বিশেষ অভিযান চালানো হবে।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল মশিউর রহমান জুয়েল সাংবাদিকদের বলেন, লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সক্রিয়ভাবে কাজ করছেন। এর ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হয়েছে। বিধিনিষেধ মানতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর