chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পদ্মায় ২০ কেজি ওজনের পাঙাশ, ২৭ হাজারে বিক্রি

ডেস্ক নিউজ: পদ্মা নদীতে ২০ কেজি ৫ শ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ রবিবার ভোরে পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাছটি ধরা পড়ে।

মাছটি ধরেছেন স্থানীয় জেলে গোপাল হলদার। নদী থেকে মাছটিকে পাড়ে আনার পর থেকে বিশাল আকৃতির এ পাঙাশ মাছটি এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

পরে স্থানীয় আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যায় জেলে গোপাল। ডাকের মাধ্যমে মাছটি তিনি ব্যবসায়ী চান্দু মোল্লা কাছে বিক্রি করে দেন।

দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা জানান, ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে এই পাঙাশ মাছটি ধরেন গোপাল হলদার।

পরে মাছটি ব্যবসায়ী কেসমত মোল্লার আড়তে নিয়ে এলে ডাকের মাধ্যমে প্রতি কেজি ১৩ শ ৫০ টাকা হিসেবে মোট ২৭ হাজার ৬শ টাকায় মাছটি তিনি কিনে নেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর