chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৬৬১

ডেস্ক নিউজ: কঠোর বিধিনিষেধের মধ্যে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস একদিনে মৃত্যুতে রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে একদিনে এত মৃত্যু আর দেখেনি বাংলাদেশ।

অন্যদিকে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক মৃত্যুর সংখ্যায় এ নিয়ে টানা অষ্টম দিন চলছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে। দেশে এখন করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ১৫ হাজার ৬৫ জন।

এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ৩০ জুন ১১৫ জন, গত ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন এবং আজ ৪ জুলাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১৫৩ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয় খুলনা বিভাগে। এদিন ৫১ জন মারা গেছে খুলনায়। এরপরেই দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে ঢাকায়। ৪৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

তাছাড়া চট্টগ্রামে ১৫, রংপুরে ১৫,রাজশাহীতে ১২, ময়মনসিংহে ৯, বরিশালে ৩ ও সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...