chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ব্যাটসম্যানদের কাছে অন্যের ব্যাট প্রতিবেশীর স্ত্রীর মতো’

খেলা ডেস্ক: ক্রিকেটার হিসেবে যেমন মাঠে পারফর্ম করেন তেমনই ধারাভাষ্যকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য পেশায় অভিষেক হয় কার্তিকের।

নতুন এ পেশায় প্রশংসা কুড়ালেও বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন এ ভারতীয়।

গত বৃহস্পতিবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ করেই কার্তিক বলে ফেলেন, ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো, যা সবসময় ভালো লাগে।

কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে বক্তব্য রাখছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, ব্যাটসম্যানরা নিজের ব্যাট নিয়ে অসন্তুষ্ট হলেও অন্য ক্রিকেটারদের সরঞ্জামে আগ্রহী।

সেই বিষয়ে ব্যাখ্যা করার সময়ে কার্তিক জানান, ব্যাটসম্যানদের কাছে অন্যের ব্যাট প্রতিবেশীর স্ত্রীর মতো। অধিকাংশ ব্যাটসম্যান নিজের ব্যাটের পরিবর্তে অন্যের ব্যাটে খেলতে পছন্দ করেন।

এমন বক্তব্যের পরই নেটিজেনরা কার্তিকের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তোলেন। যে কারণে তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর