chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারাবিশ্বে করোনায় আরও ৮৪৯১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: সারাবিশ্বে ফের বেড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জন। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪১১ জন।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

এর আগে শুক্রবার (২ জুলাই) ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু ও ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। সেই হিসাবে গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

এই বিভাগের আরও খবর
Loading...