chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ইয়াবাসহ মামা-ভাগ্নি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নগরীতে ইয়াবাসহ মামা মো. এনায়েত হোসেন (৪৫) ও ভাগ্নি মরিয়ম বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ডবলমুরিং থানার মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে পুলিশ মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে গেলে পাকা রাস্তা থেকে এনায়েত ও মরিয়ম পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি করে ইয়াবা পাওয়া যায়।

ওসি বলেন, মতিয়ারপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা এনায়েত ও মরিয়ম। মামা এনায়েত টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে আনে। চট্টগ্রামে সেসব ইয়াবা বিক্রি করে ভাগ্নি মরিয়ম।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...