chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর!

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক চোর। একটি গুদামে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে জনতার হাতে ধরা পড়েছেন তিনি।

জানা গেছে, মালামাল ব্যাগে ঢুকিয়ে কি মনে করে ইয়াবা সেবন করেন তিনি। কিন্তু ইয়াবা সেবনের পর সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালেও ঘুম না ভাঙায় তাকে ধরা পড়তে হয় জনতার হাতে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। ওই চোরের নাম মো. ফোরকান (১৯)। তিনি একই উপজেলার পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

তিনি বলেন, ফোরকান গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুদামে ঢুকে চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়ে। তার ঘুম না ভাঙায় সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজ শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর ঘুমিয়ে পড়ে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...