chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মটর চালুর সময় বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২জুলাই) দুপুর দেড়টায় নগরের চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে মৃত রাহুলের (৫২) বিস্থারিত জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মটর চালুর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওই শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরকে/এএএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...