chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নীরব নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

নিজস্ব প্রতিবেদন

লালদিঘী পুরাতন গির্জা, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, কোতোয়ালী মোড়, বাংলা বাজার, রশিদ বিল্ডিং, মাদার বাড়ী ও শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আকতার।

করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে তিন ফিট দূরত্ব থাকার নির্দেশ দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আকতার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তোলা। ছবি: এম ফয়সাল এলাহী

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি কেন্দ্রীয় কারাগারের সামনে  গণজমায়েতের সবাইকে তিন ফুট দুরত্ব বজায় রেখে দাড়ানোর জন্য আদেশ দেন। রিক্সায় পাশাপাশি না বসার জন্যও নির্দেশনা দেন তিনি।

অযথা রাস্তায় গুরাগুরি করায় আইন শৃঙ্খলা বাহিনী এক যুবককে শাস্তি প্রদান। সদরঘাট এলাকা থেকে তোলা । ছবি: এম ফয়সাল এলাহী

এ সময় তিনি মুদির দোকানদেরকে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিক্রয় সময় গ্লাভস ও মাক্স পরতে এবং অযথা রাস্তায় ঘোরাঘুরি না করতে কঠোর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে লাঠিচার্জ করেন ।

এই বিভাগের আরও খবর