chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড় ধসে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় পাহাড় ধসে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হারবাংয়ের মইস্যার ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৫০)। তিনি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মইস্যাঘোনা এলাকায় গত কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন ফিরোজ আহমদের পরিবার। কয়েকদিন বৃষ্টির হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে আজ ভোরে পাহাড়ের মাটি ধসে ফিরোজ আহমেদের বসত ঘরের ওপর পড়লে মাটিচাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী রাবেয়া খাতুনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান।

তিনি বলেন, মইস্যাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...