chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬ জন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রিয়ম জলদাস (২৮)।তিনি সাতকানিয়ার ধর্মপুর এলাকার সুজিত জলদাসের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- তরুণ জলদাস (২৫), বিকাশ জলদাস (৪৫), সুজন জলদাস (৩০), খোকন জলদাশ (২৫) ও অজ্ঞাত ২ জন।

আহতদের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে দোহাজারীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ৭ জন যাত্রী আহত হয়।

তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘প্রিয়ম জলদাসকে খাদ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...