chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে ৫৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ অভিযানে হাটহাজারীতে ৫৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী সঙ্গীয় অফিসার-ফোর্স উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ নজুমিয়া সওদাগরের বাড়ীর তামিমের ভাড়াঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ আটক করে।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, হাটহাজারী, রাউজান, বোয়ালখালী থানা ও মোহরাসহ নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা ৫৬ জুয়াড়িকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...