chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন প্রেমে মজেছেন সারা

ডেস্ক নিউজ: নতুন প্রেমে মজেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। সম্প্রতি নতুন প্রেমিকের সাথে তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। প্রেমিকের নাম জোহান।

আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, ছবিটি জেহান প্রথমে পোস্ট করেন। তার পোস্ট করার পরই একই ছবি সারা নিজের সামাজিকমাধ্যমে পোস্ট করেন।

তাহলে দুজনের মধ্যে সত্যিই কি কিছু ঘটেছে? নাকি, সবটাই রটেছে?

ছবিতে দেখা যাচ্ছে, সারা ও জেহান দুজনই রং মিলিয়ে পোশাক পরেছেন। জেহানের পরনে নরম গেরুয়া রঙের শার্ট। সাদার ওপর একই রঙের স্ট্রাইপ দেওয়া বারমুডা।

সারা উষ্ণ নরম গেরুয়া রঙের হট ড্রেসে। জল্পনা আরও বেড়েছে রি-পোস্টে ‘তোমায় ভালবাসি’ কথাটা দেখে। এ কথা ছবির ওপরে লিখেছেন স্বয়ং সারা। শুধু তাই নয়, জেহান-সারার ছবি তোলার ভঙ্গি বলছে, তারা এর আগেও সম্ভবত এক সঙ্গে সময় কাটিয়েছেন।

বলিউড সংবাদমাধ্যম বলছে, সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারী পরিচালক ছিলেন জেহান। সেখান থেকেই আলাপ। সেই আলাপ হঠাৎই ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

ইদানিং পরস্পরকে প্রায়ই নাকি মুম্বাইয়ের নানা জায়গায় এক সঙ্গে দেখা যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর
Loading...