chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাস হলো ২০২১-২২ অর্থবছরের বাজেট, কাল থেকে কার্যকর

ডেস্ক নিউজ : নির্দিষ্টকরণ বিল-২০২১ পাসের মধ্য দিয়ে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়েছে।

এর মাঝে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বুধবার (৩০ জুন) বেলা ১১টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে বরাদ্দ প্রস্তাব তুলে ধরেন মন্ত্রীরা।

এ সময় দুর্নীতি অনিয়ম ও অযোগ্যতার প্রশ্নে সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েন তারা।

বিচার বিভাগের সমালোচনা করে তারা বলেন, গরীব মানুষের জন্য বিচার যত কঠিন ধনীর জন্য ততটাই সহজ।

আর আইনমন্ত্রী এক প্রশ্নের জবাবে জানান, আগামী অধিবেশনেই সাক্ষ্য আইন সংস্কার করা হবে।

সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সংক্রমণ ৫ শতাংশের নিচে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সুযোগ নেই।

এদিন, স্বাস্থ্যখাত নিয়ে সংসদে সমালোচনায় মুখর ছিলেন জনপ্রতিনিধিরা। সেগুলোর জবাব দেয়ার চেষ্টা করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে ২০২১-২২ অর্থবছরের খরচ মেটাতে নির্দিষ্টকরণ বিল সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সবশেষে কণ্ঠ ভোটে বিলটি পাস হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয় আগামী অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর