chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডায় তাপমাত্রা বৃদ্ধি, মৃত্যু ৬৯

ডেস্ক নিউজ: কানাডায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই বয়োজ্যেষ্ঠ বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুন) দেশটির পুলিশ বিভাগের বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

পুলিশের তথ্য মতে, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের ভ্যানকুভারের বার্নাবি ও সারে শহরতলীতেই বেশি মানুষ মারা গেছেন।

টানা তৃতীয় দিনের মতো কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার লায়টনে ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ওরেগন অঙ্গরাজ্যে ১৯৪০ সাল থেকে তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত কয়েকদিনে।

 

এই বিভাগের আরও খবর