chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণপরিবহনের দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক: পোশাক কারখানা খোলা, তবে বন্ধ সব ধরনের গণপরিবহন। কর্মস্থলে পোঁছাতে গিয়ে শ্রমিকদের পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে। শেষমেষ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসলেন পোশাক শ্রমিকরা।

বুধবার (৩০ জুন) সকাল সাড়ে আটটায় নগরের টাইগারপাস এলাকায় বৃষ্টি মাথায় নিয়ে অবরোধে নামেন শ্রমিকরা।

শ্রমিকরা দাবি করেন, সীমিত লকডাউনের মধ্যে পোশাক কারখানা চললেও গণপরিবহন বন্ধ রাখায় শ্রমিকদের কাজে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় হেঁটে কিংবা রিকশায় বাড়তি ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে।

শ্রমিকদের অবরোধের কারণে টাইগারপাস এলাকায় সৃষ্টি হয় যানজট। এ সড়ক দিয়ে অনেক শ্রমিককে পোশাক কারখানায় যেতে হয়। পরে পুলিশ এসে পোশাক শ্রমিকদের সরিয়ে দেয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন চট্টলার খবরকে বলেন, শ্রমিকরা গণপরিবহনের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছিল। পুলিশের তরফ থেকে তাদের পোঁছে দেওয়ার ব্যবস্থা করা হলে তারা চলে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর