chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া পুলিশের নিয়মিত অভিযানে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলা গেইটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। আটক নারীর নাম রমিদা খাতুন (৪০)।

আটকের তথ্য নিশ্চিত করে সাতকানিয়া থানার এসআই (নি.) মো. মাহবুবুল আলম জানান, ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া থানায় মামলা দায়ের করার পর আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...