chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আরও ১১২ মৃত্যু, দ্বিতীয় সর্বোচ্চ ৭৬৬৬ শনাক্ত 

ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের। যা এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ।

শুধু মৃত্যুতে নয়, শনাক্তেও গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।

এর আগে গতকাল সোমবারই (২৮ জুন) একদিনে ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের রেকর্ড হয়েছিল। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।

আজ মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৪৫ জন নারী। এর মধ্যে ৯৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। বাকি ১৩ জনের মৃত্যু বাসাতেই হয়।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় সর্ব্বোচ্চ মৃত্যু হয় খুলনা বিভাগে। মোট ৩৫ জন মারা গেছে এ বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন মারা গেছে ঢাকায়। এরপর যথাক্রমে ২১ জন রাজশাহী বিভাগে, ১৬ জন চট্টগ্রাম বিভাগে, ১০ জন রংপুর বিভাগে মারা গেছেন।

এর বাইরে করোনা সংক্রমণ নিয়ে ময়মনসিংহ বিভাগে চার জন, বরিশাল বিভাগে তিন জন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন গত ২৪ ঘন্টায়।

বয়স বিবেচনায় এই ১১২ জনের মধ্যে অর্ধেকেরও বেশি ৬১ জন মারা গেছে যাদের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ২৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর।

এর বাইরে ২১ থেকে ৩০ বছর বয়সী দুই জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর