chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রেতাদের মন জয় করলো ২৫ লক্ষ টাকার বিজয়

লাল-কালো বর্ণের, বিশালাকৃতির গরুটির নাম বিজয়। ৫ ফুটের উচ্চতা ও পাশ থেকে প্রায় সাড়ে ৯ ফুটের সুঠাম দেহের গরুটির নজরকাড়া সৌন্দর্য নিয়মিতই কাছে টানছে ক্রেতাদের।

ক্রেতাদের মন জয় করলো ২৫ লক্ষ টাকার বিজয়

ওজনে আনুমানিক ১২০০ কেজি। নগরীর বায়েজিদের কুঞ্জছায়া আবাসিকের ১ নং রোডের বাসিন্দা মোহাম্মদ আজিজ ও হামিদা বেগম নিজের সন্তানের মতোই লালন-পালন করে বড় করে তুলেছেন এ গরুকে। কোরবানি ঈদ উপলক্ষে বিজয়ের দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা।  আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর
Loading...