chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমধ্যসাগর থেকে ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

গত রোববার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় দুইজনের মরদেহ উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী।

উদ্ধারদের বেশিরভাগই বাংলাদেশি। যারা নৌকায় অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধার অন্যরা হলো ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

পরে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল।

পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর