chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি পরীক্ষার্থীদের পৌঁছে দিতে ৪ বিশেষ বাস

নিজস্ব প্রতিবেদক : লকডাউনে গণপরিবহন বন্ধের সিদ্ধান্তে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত পরীক্ষার্থীদের পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের ৪টি বাস।

আজ সোমবার (২৮ জুন০ থেকে বুধবার পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া।

তিনি বলেন, পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ৪টি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সকাল ৮টায় পরীক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসবে। পরীক্ষা শেষে বিকাল ৪টায় আবার বাসগুলো ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে। ৩০ জুন পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।

চট্টগ্রাম শহরের একে খান মোড়, বড়পুল, নিউমার্কেট ও রাহাত্তারপুল পয়েন্ট থেকে ক্যাম্পাসে বাসগুলো চলাচল করবে বলে জানান তিনি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর