chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যশোর গরু কিনতে গিয়ে লাশ হল চট্টগ্রামের ৪ মৌসুমী ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে যশোরে গরু কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের চার মৌসুমী ব্যবসায়ী। এসময় দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নয়ন আলী (৪০) জনি মিয়া (৩৭), নাঈম হোসেন (৫০)  ও রাছাম চৌধুরী সাদমান (২৭)। তারা সবাই চট্টগ্রামের মুরাদনগররের বাসিন্দা বলে জানা গেছে।

এদের মধ্যে সাদমান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে। আহত শাহাবুদ্দিন বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার বাসিন্দা।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান  জানান, চট্টগ্রামের চার গরু মৌসুমী ব্যবসায়ী রবিবার যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর