chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোটরসাইকেলে ঘুরে নগরীতে ছিনতাই করতো তারা

নিজস্ব প্রতিবেদক: কখনো রিকশার যাত্রী, কখনও কৌশলে সিএনজি অটোরিকশায় যাত্রীকে ভাড়ায় তুলে, আবার কখনও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়া ব্যক্তিদের টার্গেট করতো তারা।

দিন কিংবা রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরীতে অবাধে চলতো ছিনতাই ও ডাকাতের কাজ। দুই গ্রুপে ভাগ হয়ে কেউ ছিনতাই ও ডাকাতির কাজ সারত, অন্য গ্রুপটি মোটরসাইকেলে ছিনতাই করা পক্ষটিকে ব্যাক আপ দিতো। কাজ শেষে চোখের পলকেই ঘটনাস্থল ত্যাগ করতো ধূর্ত চক্রটি।

বলা হচ্ছে, নগরের বিভিন্ন স্থানে কৌশলে ছিনতাই ও ডাকাতি করা সাতজনের কথা। শুক্রবার (২৫ জুন) সাড়ে চারটায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেইট এলাকা থেকে এই দলের তিন আসামিকে গ্রেফতার করে র্যাব।

গ্রেফতারের পর আসামিদের কাছ থেকে একটি দেশীয় এলজি, তিন রাউন্ড কার্তুজ, দুইটি টিপ ছোরা এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামিরা হলেন- মো. আরমান আলী (২৩), মো. রফিকুল আলম (২৩) ও মো. আবু (২৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই করে আসছিল। ছিনতাইয়ের সময় অপর একটি পক্ষ তাদের পেছন থেকে ব্যাক আপ দিতো।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হওয়া ব্যক্তিদের এদের টার্গেট ছিল। এরা পেশাদার সন্ত্রাসী। গ্রেফতারকালে তিন আসামি ছিনতাইয়ের কথা পুলিশের কাছে স্বীকার করছেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর