chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাম  আক্রান্ত শতাধিক শিশুকে সিএমএইচে স্থানান্তর

খাগড়াছড়ির সাজেকে হামে রোগে আক্রান্ত প্রায় শতাধিক শিশুকে হেলিকেপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ স্থানান্তর করেছে সেনাবাহিনী।

সাম্প্রতিক সময়ে সাজেকে ছড়িয়ে পড়েছে হাম রোগের প্রাদুর্ভাব। গত দুমাস ধরে হাম ছড়ালেও স্হানীয় চিকিৎসকরা এটা বুঝতে পারেনি। ফলে সেখানে পাঁচ শিশু সহ আট জনের মৃত্যু হয়েছে।পরে দ্রুত সেনাবাহিনী এই অঞলের চিকিৎসার দায়িত্ব নেয়। গতকাল সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম হেলিকপ্টারে করে দূর্গম এই অঞলে আসে। সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি ১২৬ জন হাম রোগে আক্রান্ত শিশুকে চিহ্নিত করে চিকিৎসা সেবা শুরু করেছিল।

উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাদেরকে দ্রুত আর্মি এভিয়েশনের হেলিকপ্টার MI-17 করে চট্রগ্রাম সেনানিবাস থেকে সিএমএইচ এ স্হানান্তর করা হয়। দুপুরের দিকে প্রথম হেলিকপ্টারটি শিশুদের নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সূর্যাস্তের আগেই আক্রান্ত সব শিশুকে চট্রগ্রামে নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম চলছে।

এই বিভাগের আরও খবর