chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় আবারও বিপুল সংখ্যক বাংলাদেশিসহ ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২৬৪ জন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বাকিরা মিসরীয়।

তিউনিসিয়া কোস্টগার্ড জানিয়েছে, ২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।

এরপর এসব অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী। পরে তাদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর