chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জোরারগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে বিপুল জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানা মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মো. মীর হোসেন (২৫) নামে এ যুবককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল এক লক্ষ ৫৬ হাজার ৭শ টাকা উদ্ধার করে অভিযানিক টিম।

আটক মীর হোসেন সীতাকুণ্ড জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড়ের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

আটকের তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়। পরে তার দেখানো স্থানে তল্লাশী চালিয়ে বিপুল জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করে সেগুলো চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসার কথা স্বীকার করে আটক মীর হোসেন। তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর